যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির মুলতবি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী আব্দুল কাদির, শাহীন চৌধুরী, খন্দকার মাহফুজুল হক, লেভেল অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, আসাদুজ্জামান মিঠু, সানোয়ার আলম খান দুলু, মাহমুদ হাসান বিপু প্রমুখ।
এদিকে, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন যশোর ইউনিটের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করেছেন বলে লিখিতভাবে জানিয়েছেন মিলন। এর অনুলিপি তিনি কেন্দ্রীয় চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে দিয়েছেন। তবে তার পদত্যাগপত্রের বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।