ঢাকাWednesday , 7 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ডিপজলের দুই সিনেমা

Link Copied!

মুভিলর্ড খ্যাত ডিপজলের দুই সিনেমা আনকাট সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। সিনেমা দুটি হচ্ছে, ‘মানুষ হলো অমানুষ’ এবং ‘জিম্মি’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। সেন্সর বোর্ড সদস্যরা সিনেমা দুটি দেখে ভুয়সী প্রশংসা করেন। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে বিনোদনমূলক গল্প নিয়ে নির্মিত সিনেমা দুটি দেখে বোর্ড সদস্যরা বলেছেন, দুটি সিনেমাই সময়োপযোগী গল্প ও দর্শক চাহিদা পূরণ করবে বলে আমরা মনে করি। এক সদস্য বলেন, ডিপজলের সিনেমার প্রতি দর্শকের আলাদা টান রয়েছে। বরাবরই ভালো গল্প, বড় আয়োজন এবং দর্শকের মন বুঝে তার সিনেমাগুলো নির্মিত হয়। এই সিনেমা দুটিও সেভাবেই নির্মিত হয়েছে। দর্শক সিনেমা দুটি দেখে আনন্দের পাশাপাশি ম্যাসেজও পাবে। এদিকে ডিপজল বলেন, আমার সিনেমা দুটি দেখে সেন্সরবোর্ড সদস্যরা প্রশংসা করেছেন। আমি সবসময়ই দর্শককে ভালো কিছু উপহার দিতে চেষ্টা করি। দর্শক যে ধরনের সিনেমা চায় সে ধরনের সিনেমা বানাই। শুধু এই দুইটিই নয়, আমার আরও যে সাতটি সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোরও প্রত্যেকটির গল্প ও মেকিং দেখে দর্শক মুগ্ধ হবে। উল্লেখ্য, দুটি সিনেমায় ডিপজলের পাশাপাশি নতুন নায়ক-নায়িকা ও দক্ষ অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন। এদের মধ্যে রয়েছেন, জয় চৌধুরী, শিরিন শিলা, মৌ খান, মিশা সওদাগর, বড় দা মিঠু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশারসহ অন্যান্যরা।

রিয়েল তন্ময়
বিনোদন প্রতিবেদক
ফোন- ০১৮১৩৯১৮৫৪১
ইমেইল- realtonmoy07@gmail.com

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।