মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: যুক্তরাজ্য সফর শেষে ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি ইতালি যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আনিমুর রহমান সালাম এর ইতালি ফের আগমনে বিমানবন্দরে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ইতালি বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কর্মী গড়ার কারিগর ঢালী নাসির উদ্দিন ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান।
এক সংক্ষিপ্ত সাক্ষাতে আনিমুর রহমান সালাম জানান দেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পূর্ণরুদ্ধার করতে আগামী ১০ ডিসেম্বর ঢাকা নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসমাবেশ সফল করতে সকল জিয়ার সৈনিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান।
বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি সদস্য বিল্লাল হোসেন, রোম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, বিএনপির অন্যতম নেতা মোশাররফ হোসেন প্রমুখ।