: নানা আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এদিন সকাল ৯টায় শহরের টাউন হল ময়দান থেকে র্যালি বের হয়। র্যালি বের হওয়ার সময় ময়দানের রওশন আলী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে বকুলতলাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে উড়িয়ে দেয়া হয় বেলুন-ফেস্টুন ও কবুতর।
এর আগে টাউন হল ময়দানে উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষাথী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বাদ্যের তালে তালে জয় বাংলা শ্লোগানে ময়দান মুখরিত হয়ে ওঠে। এদিন বিকেল তিনটায় রওশন আলী মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
র্যালিতে অংশ নেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি ও উপপ্রধান অ্যাডভোকেট রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এইএচএম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, কাজী আব্দুস সবুর হেলাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সভাপতি সুকুমার দাস, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাবেক সভাপতি সাজেদ রহমান ও সাজ্জাদ গনি খাঁন রিমন, সাংবাদিক নেতা মনোতোষ বসু প্রমুখ।
এদিকে, যশোর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ এদিন সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান বাবলু, উপদেষ্টা নাসির আহমেদ জিতু, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, আশিক মাহমুদ খোকন, যশোর জেলা শাখার সভাপতি আকিব শাওন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক আবুল ফজল মিলন, সদস্য শাওন হোসেন প্রমুখ।