ঢাকাThursday , 8 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনের ঘটনা সুষ্ঠু তদন্তের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

Link Copied!

রাজধানীর নয়াপল্টনে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেখানে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তবুও ডিএমপির নির্দেশনা অমান্য করে নেতাকর্মীরা জড়ো হওয়ায় বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতসহ বহু নেতাকর্মী আহত হয়েছেন।পুলিশেরও অনেক সদস্য এতে আহত হয়েছেন।

 

এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় গতকাল নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঢাকার পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। তবে নিরাপত্তার স্বার্থে সবধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হচ্ছে। এছাড়া শান্তিপূর্ণ সমাবেশে হয়রানি বন্ধেরও কথা হয়েছে।

এ ঘটনায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে।তবে সহিংসতার সঠিক তথ্য উদঘাটনে সরকারকে তদন্তে আহ্বান জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।