আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যশোরে বুধবার দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। টিআইবির উদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর কালেক্টরেট চত্বরে এই মেলার আয়োজন করেছে।
এদিন সকালে কালেক্টরেট সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর উপপরিচালক মঞ্জুরুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর উপপরিচালক হুমায়ুন কবীর খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস, টিআইবির সভাপতি শাহীন ইকবাল প্রমুখ।
মেলায় পরিবেশ অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, ফায়ার সার্ভিস অফিস, ভূমি অফিস, পৌরসভা, সমবায় অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি অফিসের ২০টি স্টল রয়েছে।