ঢাকাFriday , 9 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Link Copied!

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালিত হয়েছে।

শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল ৯ টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে মানববন্ধন করে ও উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেল্লাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম, আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি তাইবুল ইসলাম শোয়েব , ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক হাদি চকদার,কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সহ ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোঃ মিজানুর রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।