যশোরে ঘুরে গেলেন নায়িকা মৌসুমী ওমর সানী। বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার যশোরবাসীর গোড়ায় পৌঁছে দিতে বৃহস্পতিবার দুপুরে গাড়িখানা রোডে ড্রিমজ আলাউদ্দিন টাওয়ারে ডায়মন্ড বিক্রির জন্য শোরুম উদ্বোধন করতে আসেন তারা।। এসময় শোরুমের পর্দা উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা । এ সময় উপস্থিত ছিলেন চিত্র নায়িকা মৌসুমী, চিত্র নায়ক ওমর সানি, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তা ব্যক্তি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিভিন্ন সময়ে আমরা যশোরে মেলার আয়োজন করেছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। তাই যশোরবাসীর আগ্রহ বিবেচনায় এনে এবং তাদের যাতে কষ্ট করে ঢাকা বা বিদেশ মূখী না হওয়া লাগে সেই বিবেচনায় এই শোরুমটি উদ্বোধন করা হলো। আমরা শতভাগ গুনগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময়ে তিনি যশোরবাসীর সহযোগিতা কামনা করেন।