ঢাকাFriday , 9 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

Link Copied!

আমার বাবার প্রকৃত নাম মশিয়ার রহমান মোরশেদ। কিন্তু মুক্তিযোদ্ধা তালিকায় শুধু মশিয়ার রহমান থাকায় ‘সাংবাদিক পরিচয়ধারীরা’ এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার মাসহ আমাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপজেলার কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মশিয়ার রহমান ওরফে মোরশেদের ছেলে।

লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৭ ডিসেম্বর দুপুরে পানিসারা ইউপি চত্ব¡রে যান সাংবাদিক পরিচয়ধারী আশরাফুজ্জামান বাবু, আফজাল হোসেন চাঁদ ও আমিরুল ইসলাম জীবনসহ অন্যান্যরা। সেখানে আমার ভাই কুলিয়া মাঠপাড়া জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীনের মাথার টুপি খুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, আমার বাবা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের উড়িষ্যায় বীর প্রতীক রকেট জলিলের সাথে ট্রেনিংপ্রাপ্ত হয়ে যুদ্ধ করেন। পানিসারা মুক্তিযুদ্ধ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী এ বিষয়ে অবগত আছেন। আমার বাবার প্রকৃত নাম মশিয়ার রহমান মোরশেদ কিন্তু মুক্তিযোদ্ধা তালিকায় শুধু মশিয়ার রহমান থাকায় সাংবাদিক পরিচয়ধারীরা উল্লেখিত সুযোগ গ্রহণ করেন।

এদিকে, আশরাফুজ্জামান বাবু দাবি করেন, তাদের কাছে সব ডকুমেন্ট আছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ‘স্বামীর নাম জালিয়াতি করে অন্য মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে বিল্লাল হোসেন সেই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঝিকরগাছা কমিটির সভাপতি হয়েছেন বলে দাবি করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।