যশোর জেলা বিএনপির নেতা ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খানসহ দু’জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গত ৩ ডিসেম্বর কোতয়ালি থানায় দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বিকেলে তাদেরকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩ ডিসেম্বর রামনগর নাজেম সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ‘নাশকতার’ ঘটনায় মামলার পর মিজানুর রহমান খানকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। মামলার অপর আসামি এস এম মোস্তাফিজুর রহমান কবির শেখহাটি গ্রামের মৃত এসএম সিরাজুল ইসলামের ছেলে। তিনি জেলা কৃষকদলের সহসভাপতি।
পুলিশের দাবি, গত ৩ ডিসেম্বর রাত পৌনে ১২ টার পর যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াত শিবির ও বিএনপি’র নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালানোর উদ্দেশ্যে অবস্থান করে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে ও চারটি বোমা উদ্ধার করে। এ ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়। পরে মামলার তদন্তে জানা যায়, এই কর্মকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন মিজানুর রহমান খান। বৃহস্পতিবার দুুপুরে তার উপশহরের অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া অপর আসামি মোস্তাফিজুর রহমান কবিরও এ কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে চিত্রামোড় থেকে গ্রেফতার করা হয়।