ঢাকাSaturday , 17 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ফরাযীকান্দী দরবার শরীফের পীর এর সহধর্মিনীর কুলখানী ও ইসালে সওয়াব অনুষ্ঠিত

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলাজান ও চেয়ারম্যান নেদায়ে ইসলাম আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুনের রূহের মাগফিরাত কামনায় কুলখানি ও ইসামে সওয়াব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ ডিসেম্বর ফরাযীকান্দী কমপ্লেক্সের উয়েসীয়া শরীফ এর মাসজিদে ফাতিমাতুয স্বলাত- সালাম, খতমে কুরআন, খতমে আহমাদীয়া, খতমে তাহলীল’সহ অন্যান্য খতম, আলোচনা, যিয়ারত অনুষ্ঠিত হয়।
মরহুমার সংক্ষিপ্ত জীবনাদর্শ আলোকপাত করেন, ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী।
আরো বক্তব্য দেন, হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ, ইমামুত ত্বরিকত আল্লামা বোরহান উদ্দিন উয়েসী (র.) এর সাহেবজাদা মোকাদ্দাস আহমাদ, আজগর আলী খান, ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আতাউল করীম মুজাহিদী, নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. শহীদ উল্লাহ, হাশিমপুর দরবার শরীফের সাহেবজাদা শায়খ অলি আহমদ, ফখরুল ইসলাম সরকার, সালামাবাদ দরবারের পীর আবু আহমদ, ওয়েসিয়ান কামরুজ্জামান হৃদয়, হাফেজ মাইন উদ্দিন শাহ, ফরাজীকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন’সহ এলাকার মুসল্লিগণ।
দোয়া পরিচালনা করেন, বড় হলদিয়া বোরহানিয়া দরবার শরীফের পীর সাহেব হাফেজ আল্লামা ওয়াহেদুদ্দীন মোহাম্মদ ইছাম।
ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন ৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।