ঢাকাMonday , 19 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

অভিবাসীদের মর্যাদা সমুন্নত রাখতে সম্মিলিত পদক্ষেপ দরকার: গুতেরেস

Link Copied!

আন্তর্জাতিক অভিবাসী দিবস’ (ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে) উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিবাসীদের অধিকার হচ্ছে মানবাধিকার। এটি ভুলে গেলে চলবে না। কারণ, যারা ভিটে-মাটি ত্যাগ করে দেশ ছাড়ে তাদের অসহায়ত্বের কথা গুরুত্ব দিতে হবে। সকলেই বিলাসী জীবনের জন্য মাতৃভূমির মায়া ত্যাগ করেন না।নিরাপদ আশ্রয়, উন্নত ভবিষ্যত এবং মর্যাদাশীল জীবন-যাপনের অভিপ্রায়েই অধিকাংশ মানুষ প্রিয়-পরিচিতজনের সান্নিধ্য ত্যাগে বাধ্য হচ্ছেন।

 

মহাসচিব উল্লেখ করেন, মানুষের এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে মানব পাচারকারিরা। মোটা অংকের টাকা নেওয়ার পরও গভীর জঙ্গলে কিংবা ভয়ংকর পানির স্রোতে ঠেলে দেয় দালাল চক্র। এর ফলে গত ৮ বছরে কমপক্ষে ৫১ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।এর বাইরে রয়েছে আরো অনেক মানুষ, যারা নিখোঁজ হিসেবে বিবেচিত হচ্ছেন আত্মীয়-স্বজনের কাছে। আর এসব ভিকটিমের সকলেই কারোর বাবা, মা, বোন, সন্তান, ভাই, ভাতিজা অথবা খালা। অর্থাৎ তারা আমাদেরই একজন ছিলেন। এজন্যে তাদের অধিকারকে অবজ্ঞা করার অবকাশ নেই।

কেন তারা দেশ ত্যাগে বাধ্য হচ্ছেন, তা গভীরভাবে খতিয়ে দেখা জরুরী। তাহলেই হয়তো বিশ্বের বিরাটসংখ্যক মানুষের সাত্যিকার অর্থে কল্যাণ করা সম্ভব হবে। 

মহাসচিব আরো উল্লেখ করেছেন, প্রতি বছর কমপক্ষে ২৮ কোটি মানুষ দেশান্তরী হচ্ছে। মহাসচিব বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আসুন সাধ্যমত চেষ্টা করি এমন করুণ মৃত্যু ঠেকাতে। আর এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

যারা নিখোঁজ রয়েছেন, তাদের হদিস উদঘাটনে সম্মিলিত প্রচেষ্টা চালানো দরকার। দেশ ত্যাগের সময় যারা জটিল রোগে আক্রান্ত হয়েছে কিংবা খাদ্যাভাবের শিকার, তাদের জন্যে জরুরী চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করাও প্রয়োজন হয়ে পড়েছে। অ্যান্তোনিয়ো গুতেরেস বলেন, আমরা যদি কারণগুলো চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নিতে পারি তাহলেই দেশান্তরী হবার প্রবনতা একেবারে কমে আসবে। অর্থাৎ নিজ দেশে যদি নিরাপদ জীবন, কর্মসংস্থান এবং মর্যাদার সাথে বসবাসের পরিবেশ অটুট থাকে-তাহলে অভিবাসী হবার প্রয়োজন পড়বে না। 

অভিবাসী দিবসের আলোকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)র প্রধান গিলবার্ট এফ হোঙবো বলেন, বিভিন্ন দেশে ১৬ কোটি ৯০ লাখ অভিবাসী শ্রমিকের অধিকার ও মর্যাদা সুরক্ষাতেও আন্তরিক পদক্ষেপ নিতে হবে। মৌলিক মানবাধিকার ও শ্রমিক অধিকার পেলে অভিবাসীরা অনেকটা স্বস্তিতে দিনাতিপাতে সক্ষম হবেন। স্মরণ করা যেতে পারে, অভিবাসী শ্রমিকের অনেকেরই কাজের অনুমতি না থাকায় গাঁধার খাটুিন খাটছেন, অথচ ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। একশ্রেণীর ব্যবসায়ী কাগজপত্রহীন শ্রমিকদের সাথে লাগাতার প্রতারণা করছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।