ঢাকাMonday , 19 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

বাগাদীতে ৪০ দিনের কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ

জনপদ সংবাদ
December 19, 2022 5:56 pm
Link Copied!

প্রকল্পের সভাপতি জামায়াতের ইউপি সদস্য মোশাররফ

বাগাদীতে ৪০ দিনের কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ।

ঘটনার বিবরণে জানাযায়,বাগাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোবহানপুর পাটওয়ারী বাড়ি হতে কাদির মিজি বাড়ি হইয়া ডাকাতিয়া নদী পর্যন্ত খাল পূর্নঃ খননের জন্য ৩৫ জন লেবারের একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।যার মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ৫ লক্ষ ৬০ হাজার টাকা। যে প্রকল্পের সভাপতি এক সময়ের শিবির নেতা ও বর্তমান জামায়াত নেতা ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন।১৯ ডিসেম্বর সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কাগজে কলমে ৩৫ জন লেবার থাকলেও কাজ চলে ৩ জন লেবার দিয়ে।তাও আবার খাল খনন নামে যে প্রকল্পের কাজ চলমান সেখানে কাজের ধরন দেখে মনেহয় যেন ছোট খাটো ড্রেনের কাজ চলছে।

সেখানে লেবারদের মধ্যে থেকে একজন জানান,আমরা আজকে ৪-৫ দিন কাজ করি।প্রথম ২ দিন ১৬-১৭ জন ছিলো,এখন আবার কম। আজকে ৩ জন না আমরা ৫ জন। ২ জনকে মেম্বার সাহেব তার বাড়িতে কি যেন কাজ করাবে সেজন্য ডেকে নিয়ে গেছে।

উপস্থিত লোকদের মধ্যে থেকে একাধিক লোক বলেন,কাজ কোন দিন চলে আবার কোন দিন বন্ধ থাকে।মেম্বার সাহেব হলেন জামায়াতের নেতা,ও এক সময় তিনি শিবির করতেন।

ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেন,কাজ হলো চেয়ারম্যানের আপনারা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন আমি কোর্টে আছি।

এব্যাপারে জানতে গেলে চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, লেবারের বিষয়টি দেখে ট্যাগ অফিসার।

কিন্তু অবাগ করার বিষয় হলো ট্যাগ অফিসার আব্দুল হাই নিজেও জানেনা কতজন লেবার সেখানে কাজ করে। তিনি বলেন, আমি ৩-৪ দিন আগে সেখানে গিয়েছিলাম।আজকে যাইনি।

তবে বিষয়েটি খোজ নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

উল্লেখ্য, এধরণের অতি দরিদ্রদের নামে যে প্রকল্পের কাজ চলে তাতে কতটা বাস্তবে কাজ হয় তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।

কাজের নাম করে সরকারি এসব বরাদ্দের টাকা নিয়ে মূলত চলে ভাগবাটোয়ারার হিসাব। আর বর্তমান সময়ে সরাসরি একটি প্রকল্পের সভাপতি কিভাবে জামায়াতের ইউপি সদস্য হয় তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।