ঢাকাTuesday , 20 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ট্রফি জড়িয়ে মেসির ঘুম; ট্রফি নিয়েই দিনের শুরু!

Link Copied!

কাতার বিশ্বকাপে ট্রফি জয় করে সব অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন লিওনেল মেসি। সেই সাথে মাঠে গড়েছেন অনেক রেকর্ডও। লিওনেল মেসি হয়ে উঠেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তার হাত ধরেই শিরোপার খরা কেটেছে আর্জেন্টিনার।প্রথমে কোপা আমেরিকার শিরোপা জয়। এরপর বিশ্বকাপ। যে ট্রফি জেতার জন্য এত সাধনা ও পরিশ্রম সেটি জিতে দেখা গেল মেসির মুখেও চওড়া হাসি।

 

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা।এই ঐতিহাসিক জয় উদযাপনের আবহ এখন পুরো আর্জেন্টিনা জুড়ে। এর বাইরে নয় ফুটবলের মহাতারকা মেসিও। এবার তাকে দেখা গেল বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমাতে এবং ট্রফি হাতে নিয়েই সকাল শুরু করতে।

 

মেসির নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা তিনটি ছবিতে এমনটাই দেখা গেছে।

একটি ছবিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিলেন মেসি। আরেক ছবিতে ট্রফি হাতে সকালে ঘুম থেকে ওঠা হাস্যজ্জ্বল মেসি। অন্যটিতে ট্রফি পাশে রেখেই ‘বেড টি’ সারছেন এই তারকা। 

এই ছবি তিনটি পোস্ট করে মেসি ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল! সোশ্যাল সাইটে এই ছবিগুলো পোস্ট করতেই তা ভাইরাল হয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেখা যায়- এই পোস্টে এক কোটি ১৮ লাখের বেশি ভালোবাসা দিয়েছেন মেসির অনুরাগীরা।

এর সাথে আড়াই লাখের বেশি কমেন্টে মেসি ভক্তদের উচ্ছ্বাস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।