পূর্বশত্রুতার জেরে শার্শায় এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। হামলার শিকার শাহাঙ্গীর আলম আশিক (২০) উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আশিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত ৮টার দিকে গোড়পাড়া স্কুলের সামনে তাকে কোপানো হয়।
জানা যায়, হামলার শিকার ওই যুবককে স্থানীয়রা শার্শা (বুরুজ বাগান) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানায়, বিগত ইউপি নির্বাচন নিয়ে একই গ্রামের ইদ্রিসের সাথে বিরোধ হয়। এ ঘটনায় শার্শা থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন বিকেলে শাহাঙ্গীর আলম আশিক কাজ শেষে কন্দর্পপুর গ্রাম থেকে গোড়পাড়া বাজারে যাচ্ছিলো। গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকুল, বাবু, ইদ্রিস, আনন্দ, জালাল ও নুরুর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা রামদা ও দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন (ওসি) বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।