: যশোরে সদর উপজেলায় এক শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টাকালে সরোয়ার হোসেন (৪৫) নামের একজনকে গণপিটুনি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নে কাঁঠাল বাগানে ঘটনাটি ঘটেছে।
সরোয়ার সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা।
গণপিটুনিতে আহত সরোয়ার এখন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, লেবুতলার একটি শিশু মেয়েকে ফুসলিয়ে কাঁঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সরোয়ার। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে সরোয়ারকে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমঙ্গীর হোসেন বলেন, সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।