ঢাকাSaturday , 24 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহতের অভিযোগ

Link Copied!

পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, দলটির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়।বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে পুলিশসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে, তাদের নেতাকর্মীদের মারধরও করেছে।

বিএনপি নেতারা জানান, পুলিশের টিয়ারশেল ও লাঠির আঘাতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রশিদ আরেফিন গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।