ঢাকাSaturday , 24 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

যশোরের সীমান্তে বিএসএফ’র নির্যাতনে মৃত্যুর অভিযোগ, মরদেহ ফেরত

Link Copied!

বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে মৃত্যুবরণকারী শাহিনের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। তবে বিএসএফ’র নির্যাতনে শাহিনের মৃত্যু হয়েছে বলে তার পরিবার দাবি করলেও হত্যার দায় স্বীকার করেনি বিএসএফ। বৃহস্পতিবার রাত ১০টায় বেনাপোল সীমান্তের শূন্য রেখায় শাহিনের মরদেহ পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় । এ সময় সেখানে নিহতের স্বজন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহিন বেনাপোল বন্দর থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের সামসুর রহমানের ছেলে। এর আগে শনিবার ভারতের বনগাঁর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়।

তার স্বজনেরা জানান, শাহীন ভারত যাওয়ার জন্য অবৈধভাবে গত ১০ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে। এ সময় সীমান্তরক্ষী বিএসএফ তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ভারতের ২৪ পরগনার বঁনগা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর মারা যায়। পরে মরদেহ ফেরত চেয়ে আবেদন করলে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শাহিনের বাবা সামসুর রহমান জানান, বিএসএফ ধরে যদি জেলে দিতো; তাহলে ছেলেকে একদিন ফিরে পেতাম। কিন্তু তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো। এর সুষ্ট তদন্ত চাই।

শাহিনের স্ত্রী সুমাইয়া বলেন, ৫ বছরের এক মাত্র ছেলে সন্তানকে নিয়ে বাকি জীবন কিভাবে কাটাবো। তার সন্তান আর বাবা ডাকতে পারবেনা।

বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার জানান, শাহিনকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে হাসপাতালে পাঠায় বিএসএফ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিবি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, দুই দেশের প্রশাসন ও হাইকমিশনের হস্তক্ষেপে শাহিনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তাদের জানা নেই। মরদেহটি পোর্ট থানা পুলিশ গ্রহণ শেষে পরিবারের হাতে তুলে দেয়।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, পুলিশ, বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে শাহিনের মরদেহ বৃহস্পতিবার রাত ১০টায় সীমান্তের শূন্য রেখায় ফেরত দেয়। মৌখিকভাবে মরদেহ ফেরতের খবর তিনি পেয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।