ঢাকাSaturday , 24 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ

Link Copied!

যশোরের কেশবপুরে এক স্কুলছাত্রীকে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর মা শুক্রবার রাতে কেশবপুর থানায় ধর্ষণ মামলা করেছেন।

মামলারে অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাতে ওই ছাত্রীকে মঙ্গলকোট বাজার থেকে অপহরণ করে সন্যাসগাছা ভদ্রা নদীর পাড়ে নিয়ে যায় কয়েকজন। সেখানে সংঘবদ্ধ ধর্ষণ করে তাকে।

এ সময় শিক্ষার্থীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গ্রেফতার করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।