ঢাকাSaturday , 24 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের যুব কমিটির সভাপতি নুরনবি, সম্পাদক মোমিনুল হক

Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রামগড় উপজেলা যুব কমিটি গঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত রামগড় উপজেলা শাখা কতৃক আয়োজিত আলোচনা সভা ও কাউন্সিলে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) রাত ৮টায় রামগড় পৌর সভার গর্জনতলিতে খানকায়ে কাদেরিয়া ওয়াজেহিয়া হামিদিয়াতে অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি জেলার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বারের ৪র্থ বারের সফল সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন্ মামুনের সঞ্চালনায়

উক্ত কাউন্সিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই নিজামি আহলে সুন্নাত ওয়াল জামায়াত রামগড় শাখা, স্বাগত বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন খানকায়ে কাদেরিয়া ওয়াজিহিয়া হামিদিয়ার প্রধান খাদেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি খাগড়াছড়ি পৌর সভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম। সভায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ-সভাপতি মাওঃ আবু তাহের আনসারী, খাগড়ছড়ি জেলা যুব কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, বজলুল করিম খানকায়ে কালাডেবা, মাওলানা আব্দুল মান্নান। এ সময় রামগড় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত যুব কমিটির মোহাম্মদ নুর নবী কে সভাপতি ও মোমিনুল হক কে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইউনুছ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান,কে দিয়ে আংশিক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পথ চলা সকল প্রকারের ফেতনা ফাসাদের ঊর্দ্ধে, এই আকিদায় শিরক বিদয়াতের কোন স্থান নেই এবং আল্লাহ ও রাসূলে পাক (দঃ) এর রাজি খুশির একমাত্র সহজ পথ ও মত আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সুতরাং আল্লাহ পাকের প্রিয় হাবিব সমগ্র বিশ্ব জাহানের জন্য যিনি একমাত্র নেয়ামত ও রহমত, তাজেদারে মদিনা প্রিয় রাসূলে আকরাম (দঃ) এর আদর্শ প্রত্যেকের জীবনে অনুস্বর অনুকরণের মাধ্যমে সকল দলমত উপেক্ষা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানব সমাজের প্রতিটি স্তরে রাসূলে পাকের সুন্নাহ প্রতিষ্ঠা করাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ ও উদ্দেশ্য। সভায় রামগড় সহ খাগড়াছড়ি জেলা সদরের মাদরাসার বিশিষ্ট আলেমে দ্বীন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।