ঢাকাSunday , 25 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির বাবুল বালার চৌকসতায় অস্ত্রসহ আটক ১৩ ডাকাত

জনপদ সংবাদ
December 25, 2022 2:26 pm
Link Copied!

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির বাবুল বালার চৌকসতায় অস্ত্রসহ আটক ১৩ ডাকাত

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর বাবুল বালার চৌকসতায় একলাছপুরের মেঘনা নদী হতে অস্ত্রসহ ১৩ ডাকাত আটক হওয়ার খবর পাওয়া গেছে। ডাকাতদের ধরতে এ সময় পরিস্থিতি মোকাবেলায় ৩০ রাউন্ড গুলি ছুঁড়ে নৌ পুলিশ।

শনিবার রাতে সুরেশ্বর থেকে ডাকাতি করে ফেরার পথে একলাছপুর অতিক্রমকালে ডাকাতরা আটক হয়।

আটককৃতরা হলেন, সাব্বির মিজি(২৩),মহিউদ্দিন সরকার(৪১),আল-আমিন(২০), মোঃ ইমরান(২২), ফিরোজ মিজি(২৬), জীবন বেপারী(২০), মোঃ আনোয়ার হোসেন(২৪), মোঃ জহিরুল ইসলাম(২৭), মোঃ আক্তার হোসেন(২২), মোঃ শাহিন মিয়া(২০), সুজন বেপারী(২৭), কাশেম বেপারী(২৪) ও মোঃ সালাউদ্দিন(২৮)।

নৌ পুলিশ সুত্রে জানাযায়,  ডাকাতদের থেকে ৬টি বোমা, ৫৯টি মোবাইল, ২০০ সিসির স্পীডবোটসহ ডাকাতি কাজে ব্যবহৃত বেশকিছু রামদা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা এক একজন ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী।

এসব তথ্য নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর বাবুল বালা বলেন, সুরেশ্বরে নদীতে চলাচলকারী বেশকয়েকটি বলগেটে ডাকাতি শেষে স্পীডবোটে করে ডাকাতরা এদিক দিয়ে ফেরার পথে খবর পেয়ে আমি উর্দ্ধতনের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ স্পীডবোটসহ অভিযান চালাই। তখন ডাকাতরা আমাদের উদ্দ্যেশ্য করে গুলি ছুঁড়লে আমরাও পাল্টা গুলি ছুড়তে বাধ্য হই। এতে সালাউদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। তখন ওদের তথ্য মতে ওরা মোট ২১ জন ডাকাত ছিলো। সেখান হতে আমরা ১৩ ডাকাতকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।