প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে সুহৃদ মহল যশোরের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। দুদক (দুর্নীতি দমন কমিশন) মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ প্রাপ্তিতে তাকে সুহৃদ সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সুশাসন ও অনিয়ম নিয়ে সাংবাদিক মনিরুল ইসলামের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রশংসা করে বক্তরা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা খুবই সাহসী কাজ। সাংবাদিকরা পুরস্কার পাওয়ার জন্য সাংবাদিকতা করে না। তারা সমাজকে পরিশ্রত করার জন্য সাংবাদিকতা করে। সাংবাদিকরা মানুষ ও সমাজের জন্য সাংবাদিকতা করে। মফস্বল শহরে অনেক চাপ ও হুমকি ঝুঁকির মধ্যে থেকেও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন তিনি। দুদকের এই পুরস্কার প্রাপ্তিতে মনিরুল যশোরের সাংবাদিকদের মুখ উজ্জ্বল করেছেন। তার এ কাজ অগ্রজ অনুজ সাংবাদিকদের জন্য প্রেরণা হয়ে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সমাজে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকরা। সমাজের সকল অন্যায় ও সন্ত্রাসীর বিরুদ্ধে প্রহরীর মতো ভূমিকা রাখে এই সাংবাদিক ও সাংবাদিকতা। সংবর্ধিত অতিথি প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, তার প্রতি সমর্থন ও ভালোবাসা জানানোর জন্য সাংবাদিকসহ জনসমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি কাজ করে যান এবং সততার সঙ্গে তাঁর এ কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সুহৃদ মহল যশোরের পক্ষ থেকে মনিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান। শুভেচ্ছা বক্তৃতা রাখেন শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।