: উৎসবমুখর পরিবেশে যশোর প্রেসক্লাবে যশোর সাংবাদিক ইউনিয়নের ২০২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মনোতোষ বসু সভাপতি এবং এইচ আর তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এ দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নেতৃত্ব বাছাইয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনোতোষ বসু এবং সহসভাপতি পদে প্রদীপ ঘোষ পেয়েছেন ৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এইচ আর তুহিন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে ইমরান হাসান টুটুল পেয়েছেন ৪৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সফিক সায়ীদ। এছাড়াও সদস্য পদে জয়ন্ত বসু পেয়েছেন ৫১ ভোট এবং রেজাউল করিম রুবেল পেয়েছেন ২৫ ভোট।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।