ঢাকাSaturday , 31 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত হচ্ছেন আফফান মিতুল

Link Copied!

জাজ মাল্টিমিডিয়ার “ময়না” সিনেমার নায়ক আফফান মিতুল এবার ওটিটি প্লাটফর্মে সরব হলেন। বছরের শেষ প্রান্তে এসে পরপর দুইটি ভিন্ন ভিন্ন দেশীয় ওটিটি প্লাটফর্মের একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেন আফফান মিতুল। সিনেমার পর আফফান মিতুল ওয়েব দুনিয়ায় কাজ করতে চান মনে প্রাণে। সম্প্রতি আফফান মিতুল অভিনয় করলেন “অপলাপ” ওয়েব ফিল্মে। নাজিম উদ দৌলার স্ক্রিপ্টে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে “দীপ্ত প্লে” অ্যাপসে। দীপ্ত প্লের অরিজিনাল এই ফিল্মে আফফান মিতুল সহশিল্পী হিসেবে পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ, জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়াংকা উরবিকে। এদিকে, সম্প্রতি মিতুল আরেকটি ওয়েব সিরিজে অভিনয় করলেন, সিরিজটির নাম “হারাধনের দশটি ছেলে”। এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন মাসউদ যাকারিয়া সাবিন। “টফি অ্যাপস” এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। এতে মিতুল সহশিল্পী হিসেবে পেয়েছেন রোশান, স্পর্শিয়া, এফ এস নাইম, আহসান হাবিব নাসিম, সাব্বির আহমেদকে। আফফান মিতুলের এই দুইটি ওটিটি কনটেন্ট মুক্তি পাবে ২০২৩ সালের শুরুতেই। এদিকে, প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে রয়েছে আফফান মিতুলের অর্ধ ডজন সিনেমা-আদম, ময়না, ময়ূরাক্ষী, কাকতাড়ুয়া, চটপটি এবং নিশ্চুপ ভালোবাসা। এ পর্যন্ত আফফান মিতুল অভিনীত ৪টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, এগুলো হলো- নেকাব্বরের মহাপ্রয়াণ, হরিজন, পাগলের মতো ভালোবাসি এবং গন্তব্য। আফফান মিতুল সিনেমা এবং ওটিটি প্লাটফর্ম এই দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করতে চান। এই নায়ক এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন একাধিক সিনেমায়, ২০২৩ সালে শুরু হবে সিনেমাগুলোর শুটিং। তবে শুটিংয়ে না যাওয়া পর্যন্ত সিনেমাগুলোর নাম বলতে নারাজ তিনি। মিতুল মনে করেন সম্পূর্ণ শুটিং শেষ করেই সব শিল্পীদের উচিত সিনেমার নাম প্রকাশ্যে আনা, কারণ আগে বললে অনেক সময় সেই কাজটি নাও হতে পারে, এতে বিব্রত হতে হয় শিল্পীদের। আগে আওয়াজের চেয়ে কাজটি করে পরে আওয়াজ দেয়াটাই সন্তোষ ও সম্মানজনক, বললেন আফফান মিতুল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।