ঢাকাSaturday , 31 December 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নারী এসআইকে ছুরিকাঘাত করলো ইন্সপেক্টর স্বামী

কেএম রফিক যশোর
December 31, 2022 12:39 pm
Link Copied!

যশোরে শাহাজাদি আক্তার (৩৫) নামে নারী এসআইকে মারপিট ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে তার স্বামী পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

আহত ওই নারী এসআই এখন যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যশোর স্টেডিয়ামপাড়া শাহ আব্দুল করিম রোডে।

এসআই শাহাজাদি যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোর্ট জিআরও হিসাবে কর্মরত আছেন। কামরুজ্জামান বর্তমানে ঝিনাইদহ পিবিআই পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত আছেন।

ভূক্তভূগি শাহাজাদি আক্তার অভিযোগ করে বলেন, ২০০০ সালে তাদের বিয়ে হয়েছে। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে আছে তারা স্কুল- কলেজে লেখাপড়া করে। তারপরেও স্বামী কামরুজ্জামান যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতো আমাকে। এর মধ্যে গোপনে বছর তিন আগে কামরুজ্জামান আবার বিয়ে করে। এ ঘটনায় আমি আদালেতে কামরুজ্জামানের নামে যৌতুকের অভিযোগে মামলা করেছি।

গতরাতে কামরুজ্জামান আমাকে মামলা তুলে নিতে হুমকি দেয়। আমি রাজি না হওয়ায় সে আমাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। ঠেকাতে গেলে মাথায়, বামহাতে তলপেটে লাগে। এরপর কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পেটায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

জানতে চাইলে হাসপাতালের আরএমও আব্দুস সামাদ বলেন, ফিজিক্যাল এস্যোল্ট হিসাবে ভর্তি করা হয়েছে। রোগী বমি করেছে। সিটি স্ক্যান এস্ক-রে, আল্ট্রাসনোসহ বিভিন্ন পরীক্ষা করতে বলা হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে কি অবস্থা এক প্রশ্নের জবাবে আএমও বলেন ২৪ ঘন্টা পার না হওয়া পযন্ত কিছু বলা যাচ্ছে না।

জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।