ফেনীর ছাগলনাইয়া স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে হাসপাতালের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফজলুল হক কাজলের নেতৃত্বে কেক কাটা হয়।
প্রতিষ্ঠানের অর্থ পরিচালক মাওলানা শাখাওয়াত হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম একরামুল হক, মোহনা টেলিভিশন’র ছাগলনাইয়া প্রতিনিধি নিজাম উদ্দিন সজিব, প্রভাত আলো প্রতিনিধি মোহাম্মদ এনায়তুল্লাহ সোহেলসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এইচএম একরামুল হক বলেন, ছাগলনাইয়া স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব সুনামের সাথে স্বাস্থ্য সেবায় ১ বছর অতিক্রম করেছে। আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। প্রতিষ্ঠানটি হলো সেবা প্রতিষ্ঠান, তাই সুনামের সাথে সাধ্যমতে রোগীদের সেবা নিশ্চিত করা হয়। অতিবাহিত হওয়া বছরে রোগীদের থেকে কোন প্রকারের অভিযোগ আমরা পাইনি। এটি আমাদের জন্য গর্বের বিষয়।