মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় এক ব্যবসায়ীকে গলায় চেইন পিছিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করেন তার প্রতিপক্ষরা । এ ঘটনাটি ঘটেছে পৌরসভার ৬ নং ওয়ার্ডে।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে যানাজায় ঢাকিরগাঁও খান বাড়ীর মৃত আঃ ছাত্তার খানের ছেলে মোঃ গিয়াসউদ্দিন খান (৫৫) সাথে একই বাড়ীর পৈলেন খানের সাথে জায়গা জমি নিয়ে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫০ মিনিটে ব্যবসার কাজ সেরে কাজলী সিনেমা হলের পাশে সেলিম খানের মার্কেটে দোকান বন্ধ করে বাড়ী ফিরার পথে বিল্লাল মৃধার বাড়ীর পুর্বপাশে পন্নাই সড়কেকে উত্তর পাশে একা পেয়ে পৈলেন খানের ছেলে হালিল খান ও তার ভাই ডালিম খান ও সৈকত খানসহ আরো ২-৩ জন প্রথমে গিয়াসউদ্দিন খানের চোঁখে বালী দেয় এর পর পিছন দিক থেকে চেইন দিয়ে গলায় পেচিয়ে ধরে মাটিতে ফেলে এলোপাথালী কিল ঘুশি, লাথি মেরে প্রানে মেরে ফেলার উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান তারা ।
পরে রাত ২ টা ৩০ মিনিটে গুরতর আহত গিয়াসউদ্দিন জ্ঞান ফিরে আসলে তিনি অনেক কষ্টে বাড়ী গিয়ে পরিবারের লোকজনকে ডাক দিলে বাড়ীর লোকজন আহত গিয়াসউদ্দিনকে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে ভর্তি দেন । এ ঘটনায় মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করলে এস আই ফিরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এ বিষয়ে আহত গিয়াসউদ্দিন খান বলেন তাদের সাথে দির্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল । ওই সময় আমি দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে তারা আচমকা আমার উপর হামলা চালায় । ওরা ভেবেছিল আমি মরে গেছি আল্লার অশেষ রহমতে আমি প্রানে বেঁচে আছি । এ ছাড়াও তারা প্রায় সময় আমার পরিবারের লোকজনদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন । আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি ।
এ বিষয়ে পৈলেন খানের ছেলে হালিমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।