ঢাকাMonday , 2 January 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

জারা বছর শুরু করলেন নতুন সিনেমার গানের শুটিং দিয়ে

Link Copied!

পুরনো দিনের ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন আশায় শুরু হয়েছে আরো একটি বছর ২০২৩। সবাই হিসেবের নতুন খাতায় লিখতে শুরু করেছেন আশা-প্রত্যাশার গল্প। চলচ্চিত্রের মানুষরাও ভাবছেন নতুন বছরে ঘুরে দাঁড়াবে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। কী হয়নি, কী হতে পারতো সেই ভাবনাকে পাশ কাটিয়ে আগামীতে কী হতে পারে সেটাই ভাবছেন সবাই। সেই ধারাবহিকতায় নতুন সিনেমা ‘দাগী আসামি’র গানের শুটিং দিয়ে বছর শুরু করলেন সোনিয়া জারা। সিনেমাটি নির্মাণ করছেন শেখ কামাল। সিনেমাটিতে জারার বিপরীতে অভিনয় করছেন শাহেন শাহ। “দাগী আসামি” ছবিটির গানটি কঠোর পরিশ্রম করে শূর্ট করছেন দুর্গম পাহাড়ী বান্দরবান এলাকায়, তার উপর তীব্র শৈত্যপ্রবাহ। কাজ ও গানের চিত্রায়নে সন্তোষ প্রকাশ করেছেন সোনিয়া জারা।

তিনি তার আগে জানান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছরটি সুন্দর কাটুক। একজন অভিনেত্রী হিসেবে দর্শকদের মধ্যে কাজের ব্যস্ততার মাধ্যমে নতুন বর্ষবরন করে নেওয়াই সু্যোগ পাওয়া জন্য নিজেকে ধন্য মনে করছি। ব্যাক্তিগত উদযাপনের বা উপভোগের থেকে দর্শকদের উদযাপনের জন্য আমার সকল আনন্দ ও ভালোলাগা ত্যাগ করতে সর্বদা প্রস্তুত। একজন অভিনেত্রীর সকল উদযাপন তাঁর দর্শকদের ভালো লাগার জন্য ।

গানটির চিত্রগ্রাহক ছিলেন এ আর খোকন এবং কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান।

রিয়েল তন্ময়
বিনোদন প্রতিবেদক
ফোন- ০১৮১৩৯১৮৫৪১

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।