যশোরের কারবালা ধোপাপাড়ার চাঞ্চল্যকর মুদি দোকানি এরফান হত্যা মামলার একজন আসামি আটক করেছে র্যাব ৬ যশোরের সদস্যরা। আটককৃতের নাম তাওহীদ। সে বেজপাড়া কবরস্থান এলাকার শাহিনের ছেলে। পয়লা জানুয়ারি দিনগত মধ্যরাতে তাকে আটক করা হয়।
যশোর সদরের খড়কি ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে এরফান ২২ ডিসেম্বর বিকেলে তার দোকানে বসে ছিলেন। তিন জন সন্ত্রাসী হঠাৎ আক্রমণ করে ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরপরই র্যাব-৬ যশোরের গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শনসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
পয়লা জানুয়ারি রাত সাড়ে ১২ টায় তারা জানতে পারেন হত্যা মামলার একজন আসামি যশোর নিউমার্কেট এলাকায় আত্মগোপনে আছে। এরপর অভিযান পরচিালনা করে তাওহীদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সে সহ আরো ৪/৫ জন এরফানকে হত্যা করে।
তাওহীদের বিরুদ্ধে পূর্বেও যশোর কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।