ধুনট উপজেলায় চিকাশী সুলতানহাটা যুব সমাজের উদ্যোগে ৩দিন ব্যাপী বাৎসরিক পৌষ মাসে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার বিকেলে সুলতানহাটা মফিজ মোড় ঘোড়দৌড় মাঠ প্রাঙ্গনে ।
চিকাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি এম পি পুত্র , সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সদস্য প্রভাষক আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলীম আলরাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জি এস শ্যামল, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উত্তম, আয়নাল ,নাছিম । মেলা কমিটির আয়োজন করেন আবু সালাম বাচ্চু, সহসভাপতিত্ব করেন জামাল উদ্দিন মাষ্টার, আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ মেলা কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন এলাকা থেকে ঘোড়া ও ঘোড়ার ছোয়াড়ীরা এসে দর্শকদের খুব আনন্দ দিয়েছেন। পৌষের মেলাকে ঘিরে গ্রামের বাড়িতে সবার আত্মীয় স্বজনেরা এসেছেন। প্রতে্যকের বাড়ীতে বিভিন্ন পিঠা পায়েসের উৎসব চলছে, মেলায় মাছ, মাংস মিষ্টি কেনার ভীড় পড়েছে, মেলায় খেল্লা থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা আছে। এই এলাকার লোকের পুরোনো ঐতিহাসিক ঘোড়দৌড় মেলার আজই শেষ দিন।
সাংবাদিক মোঃ মাসুদ ফারুক বাবলু তারিখ, ০৩-০১-২৩ইং