কেশবপুরে বাক প্রতিবন্ধী তানজিম হোসেনের সন্ধান গত ৩ দিনেও পাওয়া যায়নি। পিতা সিরাজুল ইসলাম কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কেশবপুর থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, কেশবপুর পৌরসভার ভোগতী এলাকার বাক প্রতিবন্ধী তানজিম হোসেন (১৫) গত ৩১ ডিসেম্বর বাড়িতে সঙ্গে ঝগড়া করে অভিমানে বাড়ি থেকে চলে গিয়ে আর ফিরিয়ে আসেনি। আপনজন, নিকট আত্মীয় ও পরিচিত সকল স্থানে তাকে খুঁজে বেড়ানো হচ্ছে। সে ভোগতী গ্রামের রাজ মিস্ত্রি মোশাররফ হোসেনের জোগাড়ে হিসাবে কাজ করতো। মোশাররফ হোসেন তার পিতাকে জানিয়েছেন বাক প্রতিবন্ধী তানজিম হোসেনকে একটি ব্যাগ কাঁধে কেশবপুর শহরের পরিবহন কাউন্টারের সামনে ঘুরে বেড়াতে দেখেছেন। তার পিতা সিরাজুল ইসলাম আরো বলেন সোমবার রাতে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং- ৯১ ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।