যশোরের আলোচিত সন্ত্রাসী লিটন ওরফে হাঁস লিটন (৪৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সংবাদ শোনা গেছে। হাঁস লিটন শহরতলীর বিরামপুর এলাকার জলিল ড্রাইভারের ছেলে।
বিরামপুর এলাকার একটি সূত্র জানিয়েছে, সোমবার সকালের দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল এলাকায় একটি যাত্রীবাহি পরিবহনের সাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান বলে প্রচার হয়। এই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। কোতয়ালি পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশও এই বিষয়ে কিছু বলতে পারেনি।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাঁস লিটন একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ অন্তত দেড় ডজন মামলা আছে।