: যশোরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোমবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর।
সকালে কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি বলেন সমাজসেবা অধিদফতর অনেক সমাজসেবামূলক কাজ করে। কোন মানুষ অসুস্থ হলে চিকিৎসা করাতে যখন অক্ষম হয় তখন সমাজসেবা অধিদফতর থেকে আর্থিক সহায়তা করাসহ পাশে দাড়ানো হয়। এছাড়া সমাজে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, জেলা আইন কর্মকর্তা ইদ্রিস আলী, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক অসিত কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, এডাবের সহসভাপতি শাহজান নান্নুসহ বিভিন্ন এনজিও কর্মী।
র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত।
জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক অসিত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মঞ্জুরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ইতিসেন, প্রফেশন অফিসার আব্দুল ওহাব, রেজিস্ট্রার আশিকুজ্জামান, উপকার ভোগী রুহুল আমীন এডাবের সহসভাপতি শাহজান নান্নু প্রমুখ। পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম।