ঢাকাTuesday , 3 January 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

সমাজসেবা সম্মাননা পেলো যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশন

জনপদ সংবাদ
January 3, 2023 8:15 am
Link Copied!

: সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। যশোর শিল্পকলা একাডেমিতে সোমবার সকালে যশোর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি, অলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. হুসাইন শওকত। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ইতি দত্ত সেন, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহসভাপতি শাহাজান নান্নু প্রমুখ।

অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেঘনা ইমদাদ এর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে পেন ফাউন্ডেশনরে নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ শ্রেষ্ঠ জয়িতা ২০১৭ পুরস্কারে ভূষিত হন। পেন ফাউন্ডেশন কোভিড-১৯ মহামারি সময়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা কর্তৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত এবং শিক্ষা, কারিগরি ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়