ঢাকাWednesday , 4 January 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

যশোরের অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা

Link Copied!

যশোরের অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান খান এ কামাল হাসানকে (৫০) মারপিট ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মীনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খান এ কামাল হাসান সিদ্ধিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এ ব্যাপারে খান এ কামাল হাসান বলেন, ‘সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে মিনা বাজারে গিয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপুর কবরস্থানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা মুখোশধারী দুই সন্ত্রাসী আমার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা দুইটি পাইপগান সাদৃশ্য দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করে। অস্ত্র থেকে গুলি বের না হলে তাদের জাপটে ধরার চেষ্টা করি। তখন তারা মারপিট শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাটি অভয়নগর থানা পুলিশকে অবগত করি।’

এ ব্যাপারে সন্ধ্যায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান মুঠোফোনে জানান, সিদ্ধিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান এ কামালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়