আমির হোসেন লিটন বিশেষ প্রতিনিধি: ইতালী প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর প্রাণের সংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি, ইতালী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৮ ঘটিকায় রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকায় স্পাইছি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভা নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালী সাবেক প্রধান উপদেষ্টা বজলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেল আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী বৃহত্তর ঢাকাবাসী সহ নারায়ণগঞ্জবাসী ও বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালী উপদেষ্টা মোক্তার রহমান মাকতুল সহ ইতালির প্রবাসী নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যর মাধ্যমে বলেন ইতালীতে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে শুরু হলো আমাদের দীর্ঘ পথ চলা। আমরা আশা রাখবো তারা আগামীতে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে মানুষের সহযোগিতার জন্য কাজ করে যাবে।
মতবিনিময় সভায় সকলের সম্মতিক্রমে সাবেক প্রধান উপদেষ্টা বজলুর রহমান একটি আংশিক কমিটি ঘোষণা করেন এতে নবগঠিত ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে রাম কানাই সাহা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেল এর নাম ঘোষনা করেন।
এবং আগামী ৩০দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষতার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
[05/01, 6:23 am] Minhaz Hussain ইতালী: ইতালির তরিনোতে বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির নির্বাচনি প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত
নাজমুল হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির তরিনোতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির নির্বাচনি প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালির তরিনোতে বসবাসরত বৃহত্তর ঢাকার ছয় জেলার প্রবাসীদের নিয়ে বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির নির্বাচন কে ঘিরে প্রবাসীদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ইতিমধ্য নির্বাচনে অংশহগ্রহনের জন্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির নির্বাচনে পনেরো জন প্রার্থীর মধ্য সভাপতি ও সম্পাদক সহ দশজন প্রার্থীর পদ গুলোতে একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হয়েছেন এবং একই প্যানেলের পাঁচ জন নির্বাচনে অন্য প্রার্থীদের সাথে ভোটের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচিত সভাপতি মোক্তার খান।
বৃহত্তর ঢাকা সমিতির বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত প্রার্থীদের প্যানেল পরিচিতি সভা সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভাপতি মোক্তার খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী আরিফ এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরিনো কমিউনিটি নেতা কামরুল হাসান, মো মিলন, সোহরাব হোসেন, লুৎফুর সরকার, আসাব উল্লাহ, রশিদ পেদা, আব্দুল জলিল, নেয়ামত খান, এমদাদুল হক আনিস, সিজার আহমেদ, রায়হান আহমেদ সহ বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বৃহত্তর ঢাকা প্রবাসীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তরিনো তে বসবাসরত সকল জেলার প্রবাসীদের নিয়ে সুন্দর কার্যক্রমের মাধ্যমে সংগঠন পরিচালনা করার আহ্বান জানান।