যশোর জেলা বিজ্ঞান ক্লাব এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছে তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ আবু আহসান মিটন। কমিটির অন্যরা হলেন, সহসভাপাতি উবায়ের হোসেন, সহসাধারণ সম্পাদক হাবিবুব রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, কোষাধ্যক্ষ শাহরিয়ার সিদ্দিকা পল্লবী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান, প্রচার সম্পাদক শাহ মোস্তফা হাসমী সাজু, দপ্তর সম্পাদক মাসুমা খাতুন, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক সাঈদ হোসেন এবং নির্বাহী সদস্য ইমরান হোসেন, আকিবুল ইসলাম ও সাদিকুর রহমান। শহরের জেল রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।