বিষ্ণুপুরে আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় শেখ রাছেল ডিজিটাল ল্যাবে দুর্ধর্ষ চুরি,ম্যানেজিং কমিটির তৎপরতায় চোর সনাক্ত
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলাধীন ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে দামোদরদী গ্রামে আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় শেখ রাছেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে দুর্ধর্ষ চুরি ঘটনার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত ৮ জানুয়ারী আনুমানিক সময় ভোর ৫টা ৩০ মিনিটের সময় কম্পিউটার ল্যাব কেচি গেটে ২ টি চায়না তালা থাকা অবস্থায় পরিকল্পিত ভাবে ৭ টি Doel কম্পানির ল্যাপটপ নিয়ে যায় চোর চক্তের সদস্যরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষা অনুরাগী মোঃ আনিছুর রহমান পিটার, মেনিজিং কমিটির সদস্য মোঃ কাসেম বেপারী, তুজা বেপারী তৎপরতায় চোর সনাক্ত করে। দামোদরদী খোরশেদ আলম মদিনা গাজী বাড়ী গ্রামের দুলাল গাজীর ছেলে রাকিব গাজী, (২৭) কে।
কি কৌশলে চোর সনাক্ত করে মেনিজিং কমিটির শিক্ষা অনুরাগী সদস্য গত ১৫ জানুয়ারি রাত ৮ টায় বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সকলে মিলে এই চুরির বিষয় নিয়ে আলোচনা করে। এর পরে বিদ্যালয়ের মেনিজিং কমিটির শিক্ষা অনুরাগী সদস্য আনিছুর রহমান পিটার বৌ বাজারে চায়ের দোকানে বসে চুরির ঘটনা ও পূর্বের পানির মটর ও রং চুরির কথা কৌশল খাটিয়ে সকলে মাঝে উপস্থাপন করলে হঠাৎ করে বৌ বাজার এলাকার সি এন জি ড্রাইভার রুবেল বেপারী বলে ৮ মাস পূর্বে ভাই রাকিব গাজী আমার সি,এন,জি দিয়ে স্কুল পাশে থেকে একটি মটর ও ৫ লিটারে ৮ টি রংঙ্গের ডিব্বা নিয়ে গিয়ে কাজির বাজার ও বাবুর হাটে নিয়ে বিক্রি করে আমি তো মনে করেছি তার নিজের এগুলো। সি এন জি ড্রাইভার কথা সত্যতা যাচাই করতে ১৬ জানুয়ারি তাকে নিয়ে সকলে মিলে প্রথমে কাজির বাজারে ও বাবুর হাটে মটর ও রং বিক্রি সত্যতা পাওয়া যায়।
এতে বিদ্যালয় মেনেজিং কমিটির কাছে পরিস্কার চলে আসে শেখ রাছেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে দুর্ধর্ষ চুরি ঘটনার সাথে রাকিব গাজী জড়িত আছে বলে মনে করেন।ঘটনার পরে এলাকা থেকে রাকিব গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে কাজির বাজারে মেসার্স বেপারী হার্ডওয়্যার মালিক মোঃ আক্তার হোসেন বেপারী বলেন ৮ মাস পূর্বে রাকিব গাজী আমার দোকানে আনুমানিক রাত ৮ টার সময় ৫ লিটারে ৬ টি রং এর ডিব্বা বিক্রি জন্য আনলে তাকে আমি জিজ্ঞাসা করলে বলে তার বাসায় রং কাজের জন্য আনলে কাজের শেষে বাকি রং এর ডিব্বা পরে থাকবে বাসায় তাই নিয়ে আসলাম এ কথা শুনে আমি এই রংগুলো ক্রয় করে রাখি।
বাবুর হাট খান রেফ্রিজারেশন মালিক মোহাম্মদ আলী খান জানায় আমার কাছে কয়েক মাস পূর্বে রাতে কোন এক সময়ে রাকিব নামে ব্যাক্তি একটি পানির মটর বিক্রির জন্য নিয়ে আসলে আমার সাথে দামে না মিল্লে তা নিয়ে চলে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বেপারী বলেন, গত ৮ জানুয়ারি সকাল ৮ টায় ৩০ মিনিটের সময় বিদ্যালয় অফিস সহায়ক জসিমউদ্দিন আমাকে বলে শেখ রাছেল কম্পিটার ল্যাবে চুরি হয়েছে বলে তাৎক্ষণিক আমি বিদ্যালয়ে গিয়ে দেখি কেচি গেট খোলা আর ২ টি চায়না তালা গেটের সাথে ঝুলানো আছে দরজার তালা ভাঙ্গা ল্যাবের ভিতরে Doel কম্পানির ৭ টি ল্যাপটপ নেই। এরপরি আমি চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ করি।
এবিষয়ে বিদ্যালয়ে অফিস সহায়ক জসিমউদ্দিন জানায়, গত ৮ জানুয়ারি সকাল ৮ টায় বিদ্যালয়ে সকল ক্লাস রুমের তালা খুলে দেওয়ার জন্য গেলে তখন আমি শেখ রাছেল কম্পিটার ল্যাব এর কেচি গেটের চায়না ২ টি তালা খুলে দেখি ল্যাবের দরজার তালা ভাঙ্গা ল্যাবের মালামাল নিয়ে গেছে। এরপরে আমি আমাদের প্রধান শিক্ষক আলাউদ্দিন স্যার কে জানাই।
এ বিষয়ে বিদ্যালয় মেনেজিং কমিটির শিক্ষা অনুরাগী মোঃ আনিছুর রহমান পিটার বলেন আমি খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসি।
বিদ্যালয়ে পর পর তিন বার চুরি হয়েছে এটা মানতে পারলামা এর পর কমিটির সদস্যদের সাথে নিয়ে বৌ বাজার চায়ের দোকানে গিয়ে এ চুরির ঘটনা অনেক কৌশল খাটিয়ে সকলের সামনে উপস্থাপন করি।
হঠাৎ করে করে বৌ বাজার এলাকার সি এন জি ড্রাইভার রুবেল বেপারী বলে ৮ মাস পূর্বে ভাই রাকিব গাজী আমার সি,এন,জি দিয়ে স্কুল থেকে একটি মটর ও ৫ লিটারে ৮ টি রংঙ্গের ডিব্বা নিয়ে গিয়ে কাজির বাজার ও বাবুর হাটে নিয়ে বিক্রি করে আমি তো মনে করেছি তার নিজের এগুলো।
সি এন জি ড্রাইভার কথা সত্যতা যাচাই করতে ১৬ জানুয়ারি তাকে নিয়ে সকলে মিলে প্রথমে কাজির বাজারে ও বাবুর হাটে মটর, রং বিক্রি সত্যতা পাওয়া যায়।
এ বিদ্যালয়ে শেখ রাছেল কম্পিটার ল্যাবে চুরির ঘটনা নিয়ে এলাকায় ক্ষোভ প্রকাশ করছে।
উর্দ্ধতন কর্মকর্তা কাছে এলাকাবাসী দাবী এই চুরি ঘটনা যারা ঘটিয়েছে তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলোক শাস্তি দাবী করছে।