মৈশাদী ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান, রবিবার দুপুর ১টায় তিনি ভূমি অফিস ও গৃহহীনদের জন্য ক্রয়কৃত সম্পত্তি পরিদর্শনে যান।
এ সসময় তিনি ভূমি অফিসের সকল কার্যক্রম ঘুরে দেখেন । ভূমি অফিসের সকল কার্যক্রম দেখে সন্তুষ্ঠ প্রকাশ করে দায়িত্বরহ কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এবং মানুষ যাতে ভূমি অফিসে এসে যেন হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউপি সচিব শংকর আশ্চার্য, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ভারপ্রাপ্ত মিশু দেব নাথ, অফিস সহায়ক শরিফ সর্দার, ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, সোহরাব হোসেন, মানিক গাজী, ফারুক সরকার, রাশেদ ঢালী, রিয়াউ উদ্দিন রাজু বেপারী, আল আমীন খান উজ্জ্বল, মোঃ শরীফ সর্দার, খোকন বেপারী, মহিলা সদস্য জাহেদা বেগম, রাহিমা বেগম, নিলুফা বেগম প্রমুখ।
পরে তিনি মৈশাদী ইউনিয়নে মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনরে জন্য ক্রয়কৃত সম্পত্তি পরিদর্শনে গিয়ে পুরো সম্পত্তি ঘুরে দেখেন।