তৃতীয় টেস্টের প্রথম একাদশ থেকে মোহাম্মদ শামিকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। ইন্দোরে স্টিভ স্মিথদের কাছে রোহিত শর্মারা হারার পর এই প্রশ্ন আরও বড় হয়ে উঠেছে। শামিকে বাদ দেওয়ার কারণ জানালেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।
আমদাবাদ টেস্টের প্রথম দিনের খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মামব্রে।এসময় তিনি বলেছেন, ‘‘কিছু সিদ্ধান্ত নিতেই হয়। একজন বোলারের উপর কতটা চাপ পড়ছে সেটা দেখে সিদ্ধান্ত নিতে হয়। দলের প্রত্যেক বোলারের দিকে নজর রাখতে হয়। সে রকম শামির উপর কতটা চাপ পড়ছে সেটা দেখেছি আমরা।ওকে বিশ্রাম দেওয়া জরুরি ছিল। আমাদের সামনে সুযোগ ছিল মোহাম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবকে দেখে নেওয়ার। ’’
বোলারদের বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে মামব্রে বলেছেন, ‘‘এই সিরিজের পর আমরা হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলব। সেটাও মাথায় রাখতে হচ্ছে।সেই জন্যই আমরা ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করেছি। বিশেষ করে বোলারদের। ’’