ঢাকাFriday , 10 March 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড
আজকের সর্বশেষ সবখবর

সৌদি প্রো লিগ: ম্যাচ হেরে রোনালদোর কাণ্ড!

Link Copied!

সৌদি প্রো লিগে হারের স্বাদ পেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসের। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মুখোমুখি হয় আল-নাসের ও আল- ইত্তিহাদ। সেই ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল-ইত্তিহাদ।

ম্যাচ হেরে চমর হতাশা প্রকাশ করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সিআরসেভেন।মাঠ থেকে টানেলে ঢোকার আগে হতাশার চরমে পৌঁছান এই পর্তুগিজ মহাতারকা। দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন তিনি। এরপর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে টানেলের ভেতরে চলে যান তিনি।

 

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন সাবেক রিয়াল তারকা।রোনালদো তার পোস্টে বলেন, ‘এই ফলাফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী। আল-নাসের সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে আছেন।সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে উড়ছিলো রোনালদোর আল-নাসের। পর্তুগিজ সুপারস্টার ক্লাবের হয়ে শেষ চার ম্যাচে করেন ৭ গোল। একইসঙ্গে দুইটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।