প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। সম্প্রতি লংপ্লে রেকর্ডিং স্টুডিওতে ’হাঁসফাঁস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন।
গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নূরের সুরে গানটির সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু।
গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম। শিগগিরই এটি প্রকাশ করা হবে।
ন্যানসি বলেন, ’শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রােতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’
গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।’
সুরকার মুরাদ নূর বলেন, ‘গুণী শিল্পী ন্যান্সির প্রথমবার ফোক গান বাঁধা একটু চ্যালেঞ্জই ছিলো। সুরের ক্ষেত্রে আমি আদি ফোকের টাচ রেখেছি। বিচ্ছেদ ও আনন্দ এই দুইয়ের সমন্বয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে গানটিতে।’
সংগীতায়োজক মুশফিক লিটু বলেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহর গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।’