যশোরে ওমেরা এলপিজি’র রিটেইলার মিট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আকিজ ফুয়েল এজেন্সির আয়োজনে বুধবার দুপুরে যশোর আইটি পার্কে অনুষ্ঠিত হয় জেলার রিটেইলারদের নিয়ে এ আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু। প্রধান বক্তা ছিলেন ওমেরা এলপিজি’র হেড অব বিজনেস এক্সিলেন্ট জসিম উদ্দীন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আফিল গ্রুপের পরিচালক মুছা মাহমুদ ও আকিজ ফুয়েল এজেন্সির ব্যবস্থাপক রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওমেরা এলপিজি’র খুলনা বিভাগীয় সহকারী ব্যবস্থাপক মহিবুল আলম, যশোর এলপিজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসএম কাদের প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে গ্যাসের এই ক্রান্তিকালে ওমেরা এলপিজি গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলপিজি গ্যাসের চাহিদা দিনদিন বাড়ছে। বাড়তি চাহিদা পূরণে ওমেরা এলপিজি গ্যাস দায়িত্বশীলতার সাথে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। এ কোম্পানীর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারে ওমেরা এলপিজি গ্যাস গ্রাহকদের পৌঁছে দিতে রিটেইলারদের প্রতি আহ্বান জানানো হয়। ওমেরা এলপিজি গ্রাহকের সেরা পছন্দ। ২ বার জাতীয় পুরস্কার প্রাপ্ত নিরাপদ এবং সাশ্রয়ে এই গ্যাস খুব স্বল্প সময়ে শীর্ষস্থান অধিকার করেছে। ভবিষ্যতেও ওমেরা এলপিজি শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। এজন্য সকল রিটেইলার, ডিস্ট্রিবিউটর, কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। অন্যান্য জেলার চেয়ে যশোরের ওমেরা এলপিজি ডিস্ট্রিবিউটর ও রিটেইলার অনেক পরিশ্রমী। তাদের অক্লান্ত পরিশ্রমে ওমেরা কাক্সিক্ষত লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছে।
রিটেইলার মিটে যশোরের প্রায় ২শ’ রিটেইলার উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে উপস্থিত রিটেইলারদের প্রশ্ন-উত্তর পর্ব, র্যাফেল ড্র, দুপুরের খাবার ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।