বিষ্ণুপুরে জেলেদের খাদ্য সহায়তা চাল বিতরণ
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে অভয়াশ্রমকালীন জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের বিজিএফের চাল খাদ্য সহায়তা হিসেবে বিতরণ শুরু হয়েছে। জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, সদর ও হাইমচর উপজেলার নিবন্ধতি ৪৪ হাজার জেলের মাঝে এসব চাল বিতরণ করা হবে পর্যায়ক্রমে।
বৃহস্পতিবার (৩০ মার্স ) সকালে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম। এ সময় সরকারি প্রতিনিধি সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, ইউপি সদস্য মোঃরহিম কাজী,কাজল জমাদার, বাবলু দরজী,জাবেদ,আলমগীর পাটোয়ারী, সোহেল খান, রহিমা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চেয়ারম্যান জানান, এই ইউনিয়নের ১৩শ’ ২৫ জন জেলের মধ্যে ৯শ’ ২৮ জনকে দুই মাসের ৮০কেজি করে চাল দেয়া হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।