ঢাকাFriday , 31 March 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণীজন সংবর্ধনা

জনপদ সংবাদ
March 31, 2023 2:49 pm
Link Copied!

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে

অপসাংবাদিকতা হচ্ছে মানবতার শত্রু
......... সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব ২০২৩ বর্ষের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সাংবাদিকতায় সাহসিকতার জন্যই সম্মান বয়ে আনে। অপসাংবাদিকতা হচ্ছে মানবতার শত্রু, দেশের শত্রু ও জাতির শত্রু। পদ্মা-মেঘনা আমাদের গর্বের ধন। এজন্য চাঁদপুরকে রূপালী ইলিশের বাড়ি বলা হয়। চাঁদপুরের জন্য আমরাও ধন্য। সাংবাদিকদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আছি সততা, সাহসিকতা, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে। তাই অপসাংবাদিকতা ছেড়ে দিতে হবে। সাংবদিকতা হোক দুর্নীতি, অপসংস্কৃতি ও অপকর্মের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের আমলে পত্রিকাগুলো সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও যাবে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরতে হবে। শেখ হাসিনা যদি সরকারে না থেকে তাহলে বাংলাদেশ হবে সিরিয়া, লিবিয়া, সোমালিয়া ও আফগানিস্তানের মতো। তাই সবাইকে এ ব্যাপারে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সঠিক সাংবাদিকতা করতে হবে।”

৩১ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধিত হন পাওয়ার সেলের মহাপরিচালক ও আই.ই.বি. ঢাকা বিভাগের সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, বাংলাদেশ জেলা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. এম.এ. ওয়াদুদ (অব.), দৈনিক যুগান্তরের সিটি এডিটর ও ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি মিজান মালিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর সদরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ শামছুল আলম চিশ্তী।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রকাশক ও সম্পাদক এডভোকেট ইকবাল বিন বাশার, জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ,
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, মোহনপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, অনলাইন নিউজ পোটাল বিডি সমাচারের সম্পাদক মোঃ মহসিন হোসেন,
অ্যাড. আ.ন.ম. গোলাম জিলানি, সাবেক ছাত্রনেতা অ্যাড. সেলিম মিয়া, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. শেখ মহসিন, সাধারণ সম্পাদক আশিক খান, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মুর্শেদ জুয়েল, এডভোকেট দেবাশিষ কর, মৃণাল কান্তি সরকার, বাসদ নেতা শাহজাহান তালুকদার।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. লতিফ, সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ২০২৩ সালের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সকল সদস্যদেরকে অভিসিক্ত করা হয় এবং অতিথিদের কাছ থেকে শুভেচ্ছা স্বারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ২০২৩ কার্যকরি কমিটির সকল সদস্য, সাধারণ সদস্য ও চাঁদপুরের সুধিজন উপস্থিত ছিলেন।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।