: বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল পোর্ট থানাস্থ সাদিপুর গ্রামের একটি মার্কেটের ভেতর থেকে ল্যাগেজ ভর্তি ৫০ বোতল ফেনসিডিলসহ হারুন অর রশিদ (৩২) নামে এক যুবককে আটক করেছে।
বিজিবি জানিয়েছে, গত বুধবার রাত ৯টার দিকে সাদিপুরের চৌধুরী মার্কেটের তল্লাশি অভিযান শুরু হয়। সে সময় মার্কেটের মধ্যে থাকা ৬টি ল্যাগেজ তল্লাশি করা হয়। এর একটির মধ্যে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে সময় হারুর অর রশিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
হারুন বিজিবিকে জানিয়েছে, সে ও তার গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দর দিয়ে চোরাচালান পণ্য দেশে এনে তা বিভিন্ন স্থানে সাপ্লাই দিতো। তার গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে যায়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।