যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা গ্রামে তোহরা বেগম (৪৫) নামে এক নারীকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। পরে তার পুকুরের মাছ লুট করে নেয় দুর্বৃত্তরা। আহত তোহরা বেগম কামারগন্যা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তোহরার ভাই আশিক জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ২৭ মার্চ সন্ধ্যায় কামারগন্যা গ্রামের আইয়ুবের ছেলে বকুল, ঝড়–র ছেলে জিন্দার,মঙ্গলের ছেলে আবু দাউদসহ আরও কয়েকজন হামলা চালিয়ে তোহরাকে বেধড়ক মারপিটে জখম করে। পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় হাসপাতালের ভর্তি করেন।
আশিক আরও জানান, তোহরাকে মারপিট করে দুর্বৃত্তরা পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় দুর্বৃত্তদের নাম উল্লেখ করে মামলা করবেন বলে জানান। তোহরা বেগমের দাবি, তাকে মারপিট ও পুকুর থেকে মাছ লুটের সঠিক বিচার করা হোক।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।