ঢাকাWednesday , 10 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কলাম
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. প্রবাস
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড

বিষ্ণুপুরে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ

জনপদ সংবাদ
May 10, 2023 2:02 pm
Link Copied!

বিষ্ণুপুরে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টারঃ সরকারি খাল দখল করে চলছে বিজ্র  স্থাপনা নির্মাণ করে খালের ওপর । শুকিয়ে পুরো খাল প্রায় পানিশূন্য। তার ওপর খালের মধ্যেই স্থাপনা তৈরি করে অবাধে চলছে দখলের প্রতিযোগিতা। দূর থেকে বোঝার উপায় নেই খালের অস্তিত্ব। কোথাও বা পাড় ঘেঁষে আবার কোথাও মাঝে আরসিসি পিলার দিয়ে তৈরি করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ি। এক সময়ের খরস্রোতা খাল এখন মানুষের দখলে চলে গিয়ে যেন মরা ডোবায় পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেলে ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে নুরুল্লাপুর গ্রামে হক ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেনের পাশে জেলা পরিষদে খালের ওপর বড় আকারে ৬ টি আর সি,সি পিলার দিয়ে ব্রিজ নির্মান করার এমন দৃশ্যই দেখা গেছে।

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে স্থানীয় বাসিন্দা মৃত ওয়াজ আলি শেকের ছেলে
ইলিয়াস শেক  বিরুদ্ধে জেলা পরিষদের খালের মাঝ বরাবর অবৈধ ভাবে আরসিসি পিলার বসিয়ে ব্রিজ  তৈরির অভিযোগ করেছেন স্থানীয়রা।  সংবাদকর্মী রা ঘটনাস্থল গেলে ইলিয়াস শেকের প্রতিনিধি জহির ও আলমগীর সংবাদ না করার জন্য আর্থিক লেনদেনের চেস্টা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, গায়ের জোর খাটিয়ে জেলা পরিষদে খালের জায়গা দখল করে ব্রিজ স্থাপনা নির্মাণ করছে ভূমিখেকোরা। আমরা বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেও উল্টো আমাদের মামলা-হামলার ভয় দেখিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে।

এ বিষয়ে ইলিয়াস শেকের সাথে আলাপ করলে বলেন, আমার বাপ দাদার সম্পদের উপর ব্রিজ করেছি এতে কারো কাছ থেকে কোন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

এবিষয়ে ইউপি সদস্য মনির বলেন ইলিয়াস শেক ভুল হয়েছে তিনি অনুমতি না নিয়ে জেলা পরিষদেখালের ওপর ব্রিজ নির্মান করে সরকার কে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। আমি আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব কে জানাবো।

এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার নাসির উদ্দিন বলেন,
সরকারি জায়গা দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ সরকারি জায়গা বা সরকারি খাল দখল করার চেষ্টা করলে আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।