সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। একের পর এক বিতর্কে কোনঠাসা অভিনেতা। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকমাসে কম আলোচনা হয়নি। স্ত্রী আলিয়া সিদ্দিকির বিস্ফোরক অভিযোগে বিদ্ধ হয়েছেন নওয়াজ। পাশাপাশি গত মাসেই এক ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনের জন্যও ঝামেলায় জড়ান অভিনেতা। তার নামে ভাবাবেগে আঘাত হানার অভিযোগে কলকাতা পুলিশে মামলা পর্যন্ত রুজু হয়। বাঙালির বিতর্কিত বিজ্ঞাপন অনেক আগেই তুলে নিয়েছে ব্র্যান্ড ‘স্প্রাইট’। তবে এবার প্রথমবার এই বিতর্ক নিয়ে হিন্দুস্তান টাইমসের সামনে মুখ খুললেন ‘দ্য সেক্রেড গেমস’ অভিনেতা। নওয়াজের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে অভিনেতার বলেন, ‘সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে তাই তো? আমি আর কী বলব! কোনও ব্যক্তি বা জাতি যাতে আঘাত না পায় সেটা নিশ্চিত করাটা জরুরি। ওটা একটা ডাবিং বিজ্ঞাপন ছিল, আমি ওই সংলাপ বলিনি। তবে আমি খুশি যে নির্মাতারা নিজেদের ভুল বুঝে ক্ষমা চেয়ে নিয়েছে। আসল কথা হল কেউ যেন আহত না হয়।’কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ান বন্দ্যোপাধ্যায় গত মাসে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও কোকোকোলা ইন্ডিয়ার সিইও এর বিরুদ্ধে। হিন্দি ভাষার মূল বিজ্ঞাপনটি ঘিরে কোনও বিতর্ক হয়নি। তবে স্প্রাইটের নতুন বিজ্ঞাপনটির যে বাংলা ডাবিং একাধিক বাংলা চ্যানেল ও ওয়েবসাইটে সপ্তাহখানেক আগেও রমরমিয়ে চলেছে, মুল সমস্যা সেটিকে ঘিরেই। সেই বিজ্ঞাপনে নওয়াজকে বলতে শোনা গিয়েছিল ‘সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে’। দিব্যায়নের অভিযোগ, ‘এটা বাঙালি জাতির পক্ষে অপমানজনক। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ ধারা এবং আইটি অ্যাক্টের ৬৬-এ ধারায় অভিযোগ জানিয়েছিলেন আইনজীবী। নিজেদের ভুল বুঝতে পেরে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে পানীয় সংস্থাটি। টুইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘সাম্প্রতিক স্প্রাইট-এর একটা বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা তীব্র অনুশোচনা অনুভব করঠি। আমাদের অনিচ্ছাকৃত এই ভুলটা আমরা বাংলা মাধ্যম থেকে অবিলম্বে প্রত্যাহার করছি।’