মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
জানা গেছে, গত ডিসেম্বর মাসে রাশিয়ার পতাকা লাগানো একটি জাহাজ দক্ষিণ আফ্রিকার বন্দরে এসে দাঁড়ায়। তাতে অস্ত্র মজুত করে দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর জাহাজটি রাশিয়ার দিকে রওনা হয়।এমনই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা।
তবে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই এই অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দক্ষিণ আফ্রিকা কোনও পক্ষ নেয়নি।বরং তারা মধ্যবর্তী অবস্থান নিয়েছে। কোনও পক্ষকেই ভোট দেয়নি। কিন্তু তারা গোপনে রাশিয়াকে সমর্থন করেছে বলে অভিযোগ উঠেছে এবং সে কারণেই সম্পূর্ণ গোপনে তারা রাশিয়াকে অস্ত্র দিয়েছে বলে আমেরিকার অভিযোগ।
আমেরিকার দাবি, গত ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৌঘাঁটি সাইমন টাউনে রাশিয়ার পতাকা লাগানো একটি জাহাজ এসে দাঁড়ায়।অথচ জাহাজটির সেখানে দাঁড়ানোর কথা নয়। কারণ, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দক্ষিণ আফ্রিকা ট্রাকে করে অস্ত্র নিয়ে গিয়ে ওই জাহাজে ভর্তি করেছে বলে আমেরিকা নিশ্চিত। সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে